
নওগাঁর রাণীনগরে অভিভাবক সমাবেশ, কুইজ প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার “দাউদপুর বেলবাড়ি একতা সংঘ পাঠাগার” দাউদপুর-বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করেন।
পাঠাগারের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহ-সভাপতি তারেকুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শফিউল আলম।
আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা ফেরদৌস, পাঠাগারের উপদেষ্ঠা অধ্যক্ষ হারুনুর রশিদ, মনোয়ার হোসেন তোতা, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিতুল, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ প্রমুখ।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- পাঠাগারের সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য শাখাদুল ইসলাম। অনুষ্ঠানে দুইজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বিদ্যালয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় ভবিষ্যৎ প্রজন্মদের একজন নিরাপদ মানুষ হিসেবে গড়ে তোলার বীজ বপননের এখনই উপযুক্ত সময় আখ্যা দিয়ে অতিথিরা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, একজন অভিভাবকের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আর এর জন্য অবশ্যই একজন অভিভাবককে তার সন্তানের নিয়মিত কর্মকান্ডে কঠোর নজরদারি করার কোন বিকল্প নেই। প্রত্যন্ত অঞ্চলের একটি পাঠাগারের উদ্দ্যোগে এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন সত্যিই মুগ্ধ করেছে। আগামীতেও এমন উদ্যোগ ধরে রাখার আহ্বান জানান অতিথিরা।