
নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর স্কুলপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রণব চন্দ্র প্রামানিক (হাবলা) আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অসুস্থতা জনিত কারণে নিজ বাড়িতে তিনি মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়ে এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর ) বেলা ১১ টার দিকে উপজেলার কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে রাষ্ট্রীয় মার্যাদা দেওয়া হয়। এরপর দুপুরে বরাইজ মহাশ্মশান ঘাটে তার সমাধি সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধার সমাধি সম্পন্নে রাষ্ট্রীয় মার্যাদায় সম্মান প্রদর্শন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এর আগে তিনি উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আরিফুজ্জামান খান, খট্টেশ্বর ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান শ্যাম, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বাঘা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিত মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল, উপ-প্রশাসনিক কর্মকর্তা রায়হান আলীসহ অন্যরা।
মুক্তিযোদ্ধা প্রণব চন্দ্র প্রামানিকের মৃত্যুতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং একইসাথে মৃতের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।