রানীনগর মহিলা কলেজে নবীন-বরন উৎসব

নওগাঁর রানীনগর মহিলা কলেজে নবীন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন-বরন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার সময় রানীনগর মহিলা কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় কলেজের অধ্যক্ষ মোঃ মিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের গভর্নিং বডির সভাপতি ডঃ মোঃ আব্দুল মজিদ।

অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সহঃ অধ্যাপক একে এম জাকির হোসেন, সহঃ অধ্যাপক কাউছার জাহান, সহঃ অধ্যাপক মোফাজ্জল হোসেন, সহঃ অধ্যাপক মোঃ জিল্লুর রহমান, সহঃ অধ্যাপক ফরহাদ হোসেন, উপাধাক্ষ চন্দন কুমার মহন্ত সহ প্রমুখ।

অনুষ্ঠানে নবীন ছাত্রীদের মাঝে গোলাপ ফুল ও কলম দিয়ে বরন করে নেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত রানীনগর মহিলা কলেজ নারী শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখে আসছে। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক, ডিগ্রী ও অনার্স কোর্স চালু রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp