নওগাঁর রানীনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের শিবিরের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলার গোনা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন হয়।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি-২ এর গভর্নর লায়ন শংকর বুমার রায় মনার ‘একসাথে চলি’ উদ্যোগের অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়াল ও গাক চক্ষু হাসপাতালের যৌথ আয়োজনে এ শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়ালের প্রতিষ্ঠাতা লায়ন মাহমুদ হোসেন পিন্টু। বিশেষ অতিথি ছিলেন গাক চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. আসিফ নেওয়াজ, লায়ন হাসনাত জাহান, ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট লায়ন মাসুদ তালুকদার, লায়ন মির্জা আহছানুল হক দুলাল, লায়ন একরাম হোসেন, লায়ন সৈয়দ সোহেল আহমেদ লিটন, লায়ন এ্যাডভোকেট শফি আহমেদ মিঠু, লায়ন আব্দুর রহিম ও লায়ন আবু রায়হান।
এ ছাড়া কুয়েত প্রবাসী আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
শিবিরে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয় এবং নির্বাচিত রোগীদের জন্য পরবর্তী সময়ে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।


