নাটোরের বাগাতিপাড়া উপজেলায় স্কুলের লোহার কেঁচি গেটে বেঁধে অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডুমরাই সমজানপাড়া গ্রামের চাঁদপুর রফাতুল্লাহ সোনার উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি রোববার সকালে জনগনের মাঝে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীরা হলেন- মো. আবু তালহা শাফিন (১৪) ও জয় আহম্মেদ (১৪)। শাফিন বর্তমানে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শাফিনের বাবার অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের নৈশপ্রহরী আব্দুল লতিফ ও তার ভাতিজা হাবিল সোনার শিক্ষার্থীদের নাইলনের রশি দিয়ে গেটে বেঁধে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। এ সময় শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং ৩০ হাজার টাকা দাবি করা হয়। শাফিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, দুই বন্ধুর ধাক্কায় স্কুলের জানালার কাঁচ সামান্য ভেঙে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই নির্যাতন চালানো হয়।
তবে নৈশপ্রহরী লতিফ দাবি করেছেন, জানালা ভাঙার কারণে তিনি শিক্ষার্থীদের আটক করেছিলেন, কিন্তু বেঁধে রাখা বা নির্যাতনের অভিযোগ সত্য নয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়ুব আলী বলেন, “ঘটনার দিন স্কুলে ছুটি ছিল। পুলিশ তদন্ত করছে।”
বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি আইনের মাধ্যমে প্রক্রিয়াধীন রয়েছে।


