পাবনার ঈশ্বরদীতে সড়কের পাশে একটি ধানক্ষেতের পাশে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ঈশ্বরদী পৌরসভার ফতেহ মোহাম্মদপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম সিরাজুল ইসলাম (৪৩)। তিনি ওই এলাকার মৃত কেটু আহমেদের ছেলে।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, স্থানীয়রা সকালে রাস্তার পাশে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয়রা জানান, সিরাজুল নেশাগ্রস্ত ছিলেন এবং প্রায়ই মাদক সেবন করতেন। কয়েক বছর আগে তার স্ত্রী সংসার ছেড়ে চলে যান। তাদের একমাত্র সন্তান প্রতিবন্ধী। জীবিকার অভাবে সিরাজুল মাঝে মাঝে চুরির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।
ঘটনাস্থলে তার লাশের পাশে একটি ব্যাগ ভর্তি কলা পাওয়া যায়। পুলিশ ও স্থানীয়দের ধারণা, তিনি কলা চুরি করে নিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান এবং সম্ভবত স্ট্রোকে মারা যান।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হলেও, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলেছে, এটি কোনো হত্যাকাণ্ড নয়, বরং দুর্ঘটনাজনিত মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


