পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের দুদিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাশে মুনসিদপুর এলাকার একটি ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম ঈমান আলী প্রামাণিক (৬০)। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের জয়নাল আলী প্রামাণিকের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ঈমান আলী প্রতিদিন রাতভর ভ্যান চালিয়ে সকালে বাড়ি ফিরতেন। গত সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তিনি ভ্যান নিয়ে বের হন। পরদিন সকালে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে তারা ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় লোকেশন শনাক্ত করে দেয়, এবং সেই সূত্র ধরে স্বজনরা বাড়ির আশপাশে খোঁজ চালান। সন্ধ্যায় মহাসড়কের পাশে ঝোপের ভেতর খালি গায়ে, হাত-পা-মুখ বাঁধা অবস্থায় ঈমান আলীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের ধারণা, দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে পালিয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, “নিহত ব্যক্তি দুদিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”


