পাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাসেল সরদারের মেয়ে রাবেয়া (৬) ও পলান সরদারের ছেলে আজিবুল (৪)। তারা চাচাতো ভাই-বোন।

শিশুদের চাচা রাফেল সরদার জানান, সকালে বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল রাবেয়া ও আজিবুল। কিছুক্ষণ পর ডাকাডাকি করেও তাদের সাড়া না পেয়ে খোঁজ শুরু হয়। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় রাবেয়ার মরদেহ পাওয়া যায়। তাকে উদ্ধার করতে গিয়ে স্বজনরা আজিবুলের মরদেহও পানির নিচ থেকে তুলেন।

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন বলেন, দুই শিশু পাটকাঠির সঙ্গে সুতা বেঁধে মাছ ধরার খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তারা তলিয়ে যায়। পরে স্বজনরা খুঁজতে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের মৃত্যু নিয়ে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp