
পাবনার ঈশ্বরদীতে রান্না করতে গিয়ে সাপের কামড়ে স্নিগ্ধা খাতুন (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত স্নিগ্ধা খাতুন উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের জুবায়ের হোসেনের স্ত্রী।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, সন্ধ্যায় রান্নার সময় স্নিগ্ধা খাতুনের বাম পায়ে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক সাপে কাটা রোগীর চিকিৎসা না থাকায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে সেখানে পৌঁছানোর আগেই রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।