পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে শহরের জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে কারপোভ ক্রিল (২৬) নামে ওই রাশিয়ান ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, কারপোভ জিগাতলা এলাকার চিকিৎসক আনোয়ার হোসেনের বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটে একা থাকতেন। সেদিন রাতে রাশিয়ায় থাকা পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ না পেয়ে কোম্পানির সিকিউরিটি অফিসারকে জানান। পরে দোভাষী ও এক সহকর্মীকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে বিছানায় উপুড় হয়ে থাকা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। উপস্থিত রাশিয়ান চিকিৎসক মিখাইল তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারপোভ ব্রেন স্ট্রোকে মারা গেছেন। কয়েক দিন আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


