
পাবনা সদর উপজেলার চর তারাপুরে আধিপত্য বিস্তার ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই বিএনপি নেতা গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলা চালানো হয়। গুলিবিদ্ধরা হলেন চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শেখ শফি (৪৫) ও বিএনপি নেতা টিক্কা খান (৪৭)। অন্য আহত ব্যক্তি হলেন প্রবাসী কাশেম বিশ্বাস (৫০)।
অভিযোগে বলা হয়, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রামাণিকের নেতৃত্বে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়া হলে শেখ শফি ও টিক্কা খান গুলিবিদ্ধ হন। গুরুতর আহত শেখ শফিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভুক্তভোগী কাশেম বিশ্বাস অভিযোগ করেন, যুবদল নেতা আব্দুস সালাম দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। সম্প্রতি ১০ লাখ টাকা না দেওয়ায় এ হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, অভিযুক্তরা এলাকায় অবৈধ ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।
তবে অভিযুক্ত যুবদল নেতা আব্দুস সালাম প্রামাণিক অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এ ঘটনা সম্পর্কে কিছুই জানি না, আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।”
এ বিষয়ে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা জানান, সংগঠনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হবে। কেউ জড়িত প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।