পাবনা পৌর এলাকায় পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আকাশ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুভেল নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড় এলাকার সোহেলের ছেলে। তিনি স্থানীয়ভাবে একটি চায়ের দোকান চালাতেন। ঘটনায় আহত হয়েছেন নাইম (২৪), তিনি সাধুপাড়ার মৃত লালু মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাধুপাড়ার এক গৃহবধূর সঙ্গে স্থানীয় মিল্লাত নামের এক যুবকের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে এ বিষয়ে ওই গৃহবধূর স্বামীর সঙ্গে মিল্লাত এবং তার সহযোগী সুভেলের কথা কাটাকাটি হয়। এসময় গৃহবধূর স্বামীর পক্ষে আকাশ ও নাইম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
বাগবিতণ্ডার এক পর্যায়ে মিল্লাত ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ছুরি দিয়ে আকাশের বুকের বাম পাশে আঘাত করে এবং নাইমের পেছনে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নাইম সেখানে চিকিৎসাধীন।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে আকাশ অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুভেলকে আটক করা হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মিল্লাতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


