
ঢাকা-সিলেট ও উত্তরবঙ্গগামী যাত্রীদের ভোগান্তি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে যমুনা সেতু অবরোধ করেছেন। তারা দাবি করছেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়ন করা হোক।
যমুনা সেতুর পশ্চিম পাড়ের সিরাজগঞ্জ মহাসড়ক অবরোধের ফলে সেতুর সকল যান চলাচল বন্ধ। প্রতিদিন উত্তরবঙ্গের ২২টি জেলা দিয়ে প্রায় ১৮ হাজার যানবাহন পারাপার হয়। অবরোধের কারণে সড়কে জটের সৃষ্টি হয়েছে, যা যাত্রী ও চালকদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, আন্দোলন চলবে যতদিন তাদের দাবি মেনে নেওয়া না হয়। গতকাল (১৩ আগস্ট) তারা সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলপথ অবরোধ করেছিলেন, যার কারণে ঢাকা-উত্তরবঙ্গের ট্রেন চলাচলও ব্যাহত হয়।
২৬ জুলাই: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মাধ্যমে আন্দোলন শুরু। সাধারণ কর্মসূচি: সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়ানগরবাড়ী মহাসড়ক অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান ও প্রতীকী ক্লাস। গত রোববার: হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ, যাতে দুই ঘণ্টা ঢাকা-উত্তরবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ থাকে। শিক্ষার্থীরা মহাসড়কে নবীনবরণ ও সেমিনার আয়োজনও করেছেন, যা আন্দোলনের অংশ হিসেবে চলতে থাকবে।