মদের নেশায় বেপরোয়া ড্রাইভিং; নিহত ১, আহত ৪

সিরাজগঞ্জ শহরের কাশিয়াহাটা এলাকায় ভোররাতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তিনটি দোকানে ঢুকে পড়ে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে ঘটে ওই দুর্ঘটনায় দোকান মালিক মো. হাফিজ (৪২) নিহত রয়েছেন এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো খ-১১-৮২২৩ নম্বরের প্রাইভেটকারটি শহরদিক থেকে অতিরিক্ত গতিতে আসছিল। গাড়ির ভেতর উচ্চস্বরে গান বাজছিল এবং যাত্রীরা মদ্যপ অবস্থায় তৎপর ছিলেন—এমনটাই স্থানীয়রা দেখেছেন। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি দোকানের ভিতরে ঢুকলে তিনটি দোকান ভেঙে যায় এবং তীব্র শব্দের সঙ্গে আশেপাশে হৈচৈ ছড়ায়।

প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল বলেন, গাড়ির গতি এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল সেটি উড়ে যাচ্ছে; মুহূর্তের মধ্যে দোকানদার রক্তাক্ত অবস্থায় পড়ে থাকায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে।

নিহতের আত্মীয় হাফিজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “মদ খেয়ে এভাবে কারা গাড়ি চালাবে — আমরা রাস্তায় কতটা নিরাপদ? এখন আমাদের পুরো পরিবারই ক্ষতিগ্রস্ত; দোষীদের দ্রুত শাস্তি চাই।”

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, গাড়ির মধ্যে থাকা ছয়জন যুবক-যুবতী মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, নিহতের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিকতা শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp