
পত্রিকা পড়া যার নেশা। তাঁর নাম আবদুল কাদের মন্ডল । বয়স ৬৭। শাহজাদপুর থানার জগতলা গ্রামে তার নিবাস। পড়া লেখার দৌড় সপ্তম শ্রেণী পর্যন্ত । যে বয়সে হাতে থাকার কথা ছিল বই, খাতা, কলম। সে বয়সে হাতে তুলে নিতে হয়েছিল লাঙলের মুঠি। কাঁধে জোয়াল। দৃষ্টি প্রতিবন্ধী বাবা আবদুল মন্ডলের পুরো সংসার ভর করে কাদের মন্ডলের উপর। থেমে যায় তাঁর লেখা পড়া। কিন্তু লাঙল জোয়াল থামাতে পারেনি তাঁর পত্রিকা পড়ার নেশা। কি পুরোনো, কি নতুন । পত্রিকা পেলেই হল। পত্রিকা পড়ার নেশায় ডুবে যান কাদের মন্ডল । তিনি বলেন, “পত্রিকা পড়লে অনেক খবর জানা যায় । জ্ঞান বাড়ে। আনন্দ পাওয়া যায় ।”
আবদুল কাদের মন্ডলের তিন মুখের সংসার । ছেলে আশরাফুল ইসলাম মৌলানা পাস করছেন। তিনি বগুড়া একটি মসজিদের খতিব। ঘরে আছে বিবি মধুমালা । সব মিলে কাদের মন্ডল সুখেই দিন পার করছেন ।