
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হয়ে সুমি আক্তার (২৪) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ভাই রাশেদ বাদী হয়ে স্বামী রবিউল ইসলামসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, দুই বছর আগে নতুন মাইজবাড়ী গ্রামের রবিউলের সঙ্গে সুমির বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত।
গত ১২ সেপ্টেম্বর রাত ৩টার দিকে রবিউল ফোনে সুমির ভাইকে জানায়, তার বোন অসুস্থ। কিছুক্ষণ পর আবার জানানো হয়, সুমি মারা গেছে। সকালে স্বজনরা শ্বশুরবাড়িতে গিয়ে টিনের ঘরের মেঝেতে মরদেহ দেখতে পান। গলায় কালো দাগ দেখে তারা নিশ্চিত হন এটি আত্মহত্যা নয়, বরং হত্যা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরদিন (১৩ সেপ্টেম্বর) দাফন সম্পন্ন হয়। এ সময় স্থানীয়রা সমবেত হলে আসামিরা পালিয়ে যায়।
কাজিপুর থানার এসআই ফরহাদ আলম মামলার তদন্ত করছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।