সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ মোট ১৯ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিণচড়া বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব রনজু আহমেদ মন্সী রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। ওই কমিটির আহ্বায়ক করা হয় আব্দুল লতিফ তালুকদার লেবুকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আব্দুল লতিফ তালুকদার লেবু অভিযোগ করেন, “কমিটি গঠনের সময় ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের উপেক্ষা করে ব্যক্তিস্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগের সুবিধাভোগী ও অরাজনৈতিক ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। যাদের ব্যর্থতার কারণে পূর্বের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল, পুনরায় তাদেরই পদ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “যারা দলের দুঃসময়ে পাশে ছিল না, তাদের পুরস্কৃত করা হয়েছে অথচ আমরা যারা নির্যাতিত, মামলার আসামি ও রাজপথের কর্মী, তাদের অবহেলা করা হয়েছে।”
নতুন কমিটির ৩১ সদস্যের মধ্যে আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আনিছুর রহমান নান্নুসহ মোট ১৯ জন পদত্যাগের ঘোষণা দেন। তারা ত্যাগী ও নির্যাতিত কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
এ বিষয়ে সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রনজু আহমেদ মন্সী বলেন, “৩১ সদস্যের কমিটিতে আহ্বায়কের ব্যক্তিগত লোকজন কম ছিল, এ কারণে তিনি সবার সঙ্গে পদত্যাগ করেছেন। তবে এটি বড় একটি ভুল হয়েছে। যদি তারা লিখিতভাবে আমাদের জানাতেন, আমরা সমস্যার সমাধান করতাম।”


