রংপুর প্রতিনিধিঃ
রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানা অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে। এ সময় বালু ভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ৫ মিনিট পর্যন্ত হাজীরহাট থানাধীন হাফিজিয়া মাদ্রাসা মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুর-এর নির্দেশনায় এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই এস এম হাফিজ হায়দারের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টর রেখে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকে মোঃ আরমান হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি হাজীরহাট থানাধীন রণচন্ডি ধনীপাড়া এলাকার বাসিন্দা। অভিযানে বালু মাটি পরিবহনে ব্যবহৃত নীল রঙের একটি SONALIKA ট্রাক্টর (মডেল: DI-35 RX) জব্দ করা হয়। এ ঘটনায় আরও একজন পলাতক আসামি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে হাজীরহাট থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


