সাগর মিয়া,রংপুরঃ
রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানা এলাকায় জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানে ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত ১০৪টি তাস ও নগদ ৩৭০ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি ) বিকেল সাড়ে ৪টার দিকে হাজীরহাট থানাধীন বখতিয়ারপুর উচাটারী গ্রামের ঘাগট নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জ আজাদ রহমানের নেতৃত্বে এসআই মো. হাফিজ হায়দারসহ পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানে জুয়া খেলার আসর থেকে ১০ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মো. লিখন (৪৫), মো. মশিয়ার (৩৮), মো. সাবেরুল (৩৮), মো. আবুল হোসেন (৫৫), মো. বদিয়ার (২৫), মো. মাসুদ (৩০), মো. সাদেকুল ইসলাম (২৬), মো. সাজু মিয়া (২৭), মো. হালিম (৪০) ও মো. আলমগীর হোসেন (৪০)।
সকলেই হাজীরহাট থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ধারা ৯৩ অনুযায়ী হাজীরহাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় কোনো পলাতক আসামি নেই এবং কোনো ভিকটিমের তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে হাজীরহাট থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান বলেন, “জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের কোনো আপোষ নেই। জুয়া ও মাদকমুক্ত হাজীরহাট থানা উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।
” বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।”


