সাগর মিয়া, রংপুরঃ
রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালুভর্তি একটি ট্রাক্টরসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুর-এর নির্দেশনায় এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে শুক্রবার (২৪ জানুয়ারি ) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে হাজীরহাট থানাধীন হাসনাবাজার থেকে পূর্ব গিলাবাড়ী গামী পাকা সড়কের আইডিয়াল স্কুলের সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বালুভর্তি ট্রাক্টর রেখে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই মোঃ নাঈম ইসলাম (১৯) ও মোঃ আল আমিন (২২)—উভয়ই পূর্ব গিলাবাড়ী এলাকার বাসিন্দা—কে গ্রেফতার করা হয়।
এসময় অবৈধ বালু পরিবহণে ব্যবহৃত একটি লাল রঙের EICHER ট্রাক্টর (মডেল-৪৮৫, ইঞ্জিন নং-৫২১৯২৭২১৯৬৭৮) জব্দ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট আরও একজন আসামী মোঃ হামিদুল ইসলাম (৪২) পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় হাজীরহাট থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মামলা রুজু করা হয়েছে (এফআইআর নং-৫, জিআর নং-৫)। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। হাজীরহাট থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


