সাগর মিয়া, রংপুরঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলার হলদিবাড়ি রেলগেট সংলগ্ন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আশরাফুল ইসলাম নয়ন (৪৪)। তিনি কাউনিয়া উপজেলার ভুতছাড়া সাব্দী এলাকার বাসিন্দা ও মৃত আব্দুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি মোটরসাইকেলযোগে কাউনিয়া থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


