সাগর মিয়া, রংপুরঃ
জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সময় যতই গড়াচ্ছে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভোটারদের মন জয় করতে প্রতিটি প্রার্থীই দিনরাত ছুটে বেড়াচ্ছেন দ্বারে দ্বারে।
দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ধানের শীষের প্রার্থী—এমনটাই মনে করছেন স্থানীয় ভোটাররা। এরই ধারাবাহিকতায় প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্তে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় কুর্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়া পাড়ায় মান্নান ডাক্তারের উঠানে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম। এতে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম বলেন, “গণতন্ত্রকে সুরক্ষিত রাখা, সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং উপজেলার প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের প্রার্থী আলহাজ্ব এমদাদুল মদাদুল হক সাহেবকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।”


