গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে চাচার বাড়িতে অবস্থান নেওয়া এক নারী শেষ পর্যন্ত সেই ভাতিজার সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের খবরটি স্বয়ং ভাতিজা আব্দুল আজিজ ফেসবুকে প্রকাশ করেছেন।
সম্প্রতি গফ অনফঁষ অুরু (মায়াবতী জামাই) নামের ফেসবুক আইডিতে কয়েকটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন আজিজ।
এর আগে, গত ১৮ অক্টোবর উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ব্যাপারীপাড়ায় আজিজের বাড়িতে অবস্থান নেন চাচি রুবিনা খাতুন (২৫)। তিনি ওই গ্রামের মাইদুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী ছিলেন। আর ভাতিজা আব্দুল আজিজ (২০) হলেন মাইদুল ইসলামের চাচাতো ভাই, ওসমান গণি মোল্লার ছেলে।
ঘটনার তৃতীয় দিন রুবিনাকে তালাক দেন তার স্বামী মাইদুল ইসলাম।
আজিজের ফেসবুক পোস্টে দেখা যায়, তিনি চারটি ছবি শেয়ার করেছেন— যার মধ্যে রয়েছে তাদের সেলফি, কোর্ট ম্যারেজের এফিডেভিট এবং কাবিননামার দুটি কপি। তার তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর দেড় লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।
আজিজের ওই পোস্টে এখন পর্যন্ত ৩৭১টি রিঅ্যাক্ট, ৪১টি শেয়ার, এবং বিভিন্ন মন্তব্যে সরব নেটিজেনরা।


