সাগর মিয়া, রংপুরঃ
রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে হারাগাছ থানাধীন মাছহাড়ী গ্রামস্থ মানাস নদীর পাড়ে গড়ে ওঠা জুয়ার আসর থেকে তিনজনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ভোররাতে রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ এর ৯০ ধারায় এই প্রসিকিউশন দাখিল করা হয়। হারাগাছ থানার সাধারণ ডায়রী নং-৯৮৭,থানা সূত্রে জানা যায়, ডিসি ক্রাইম-এর নির্দেশনায় ও হারাগাছ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আজমত আলী সঙ্গীয় ফোর্সসহ আর এমপি-এর নিয়মিত রাত্রিকালীন মোবাইল ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।
রাত ১টা ৩০ মিনিটে সাহেবগঞ্জ বাজারে অবস্থানকালে গোয়েন্দা সূত্রে জানতে পারেন যে মাছহাড়ী গ্রামে মানাস নদীর পাড়ে টাকা লেনদেনের মাধ্যমে তাস খেলাসহ জুয়ার আসর বসেছে। অফিসার ইনচার্জকে অবহিত করার পর এসআই আজমত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে ঘটনাস্থলেই আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ১) মোঃ সিরাজুল ইসলাম (৫৪), পিতা— মৃত আঃ সামাদ ২) মোঃ আহসানুল ইসলাম (৩৭), পিতা— মৃত নছির উদ্দিন ৩) মোঃ আজিজ (৪০), পিতা— হাসান আলী। তিনজনই মাছহাড়ী গ্রামের বাসিন্দা।
সাক্ষীদের উপস্থিতিতে জুয়ার টেবিল থেকে ৪১০ টাকা নগদ এবং ৫২টি খেলার তাস জব্দ করা হয়। রাত ২টা ০৫ মিনিটে টর্চলাইটের আলোতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ এর ৯০ ধারার অধীনে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হারাগাছ থানার নন-এফআইআর প্রসিকিউশন নং–৪৪/২৫, (২৫ নভেম্বর) আদালতে দাখিল করা হয়েছে। পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
হারাগাছ থানার অফিসারস ইনচার্জ (ওসি) আজাদ রহমান বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি, এ ধারা অব্যাহত থাকবে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।


