সাগর মিয়া (রংপুর):
রংপুর সদরের মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টা ০০ মিনিটে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত ব্যক্তির নাম নুরল (৫০) । তিনি মহেশপুর এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবার ওপর হামলা চালায়।
এতে নুরল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই রংপুর কোতয়ালী সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


