সাগর মিয়া, রংপুরঃ
রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুর-এর নির্দেশনায় হাজীরহাট থানার জিডি নং-৯৬০ এর ভিত্তিতে সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে হাজীরহাট থানাধীন শালমারা গ্রামের শালমারা কবরস্থানের সামনে শালমারা থেকে পক্ষিফান্দা গামী পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাজীরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমানের নেতৃত্বে এএসআই ফারহান কাজী, এএসআই সেকেন্দার আলী, এনামুল হকসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। এ সময় শ্রী তপন চন্দ্র (৩৪), পিতা- শ্রী ব্রজেন্দ্র চন্দ্র, মাতা- শ্রী রঞ্জিতা রানী, স্থায়ী ঠিকানা: পশ্চিম রাজেন্দ্রপুর (মধ্যপাড়া), ওয়ার্ড নং-১১, হাজীরহাট থানা, রংপুর—কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট (ওজন আনুমানিক ০.৫ গ্রাম), যার বাজারমূল্য প্রায় ১ হাজার ৫০০ টাকা এবং মাদক বিক্রয়ের নগদ ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় হাজীরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী এফআইআর নং-৭ ও জিআর নং-৭ (তারিখ: ২৬ জানুয়ারি ২০২৬) রেকর্ড করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
হাজীরহাট থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


