সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাকার প্রলোভন দেখিয়ে এক মাদরাসা ছাত্রী (৮) ধর্ষণের অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাণিগাঁও গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোর প্রতিবেশী দরিদ্র শ্রমিকের মাদরাসা পড়ুয়া শিশুকন্যাকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে নিজের বসত ঘরে ডেকে নেয়। সেখানে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করা হয়। শিশুর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন। পরে শিশুটিকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়, যেখানে তার চিকিৎসা শুরু করা হয়েছে।
শিশুর পিতা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তাহিরপুর থানায়। থানা পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, “অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে এবং তদন্ত চলছে।”
স্থানীয়রা জানায়, এমন ঘটনা এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। তারা বলেন, শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশকে নিরাপদ রাখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ প্রয়োজন। বিশেষজ্ঞরা মনে করেন, শিশু সুরক্ষা নিশ্চিত করতে সমাজের সকল স্তরে সতর্কতা ও আইনি ব্যবস্থা জরুরি।


