Day: অক্টোবর ১৬, ২০২৫
রম্য লেখক, আমিনুল হকঃ আজ ১৭ অক্টোবর। বাউল সাধক ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস। ১৮৯০ সালের এই দিনে পরলোকগমন করেন মানবতার এই মহাসাধক। তবে অগণিত ভক্তের হৃদয়ে তিনি এখনো বেঁচে আছেন এক আলোকিত মানবপ্রেমিক হিসেবে। ফকির লালন সাঁইয়ের জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেন তিনি ১৭৭৪ সালে ঝিনাইদহের হরিশপুর গ্রামে জন্মেছিলেন, আবার কেউ বলেন কুষ্টিয়ার কুমারখালী থানার ভাড়ারা গ্রামের এক হিন্দু পরিবারে তাঁর জন্ম। তবে জন্মস্থান নিয়ে মতভেদ থাকলেও, তিনি যে ছিলেন বাউল সাধক, মানবাদর্শে উদ্বুদ্ধ এক মরমী কবি—সে বিষয়ে দ্বিমত নেই। লালনের দর্শন ছিল ধর্মীয় গোঁড়ামীর ঊর্ধ্বে। তাঁর বিশ্বাস ছিল- “মানুষ ভজলে সোনার মানুষ হবি।” মানবপ্রেমেই স্রষ্টার অস্তিত্ব খুঁজেছেন তিনি।…



