নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর প্রথম ধাপ হলো বিভাগ খোলা। পর্যায়ক্রমে লোকবল নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি করা। নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা কার্যক্রম শুরুর করার জন্য দীর্ঘ প্রতিক্ষার পর বৃহষ্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে শিক্ষা কার্যক্রম শুরুর নিমিত্তে ৫টি বিভাগের নামের প্রস্তাব চেয়ে একটি চিঠি পেয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়।
চিঠিতে বলা হয়েছে কমিশনের ৫৬তম মাসিক সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভাবে ২টি বিভাগ চালুর নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়। বিভাগ ২টি নির্ধারনের জন্য ৫টি বিভাগের নামের প্রস্তাব চেয়েছে মঞ্জুরী কমিশন। পরবর্তীতে কমিশন ২টি বিভাগের যাবতীয় বিষয় পরিদর্শনের রির্পোটের উপর জনবল নিয়োগ ও শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয় হবে।
এ ব্যাপারে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলীর সঙ্গে যোগাযোগ করে হলে তিনি জানান, আমি বিশ্ববিদ্যায়ে যোগদান করে বলেছিলাম আমার প্রথম ও প্রধান কাজ হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু করা। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আজকের এই পত্র। এই পত্র প্রাপ্তির মধ্য দিয়েই নওগাঁবাসীর দীর্ঘ প্রত্যাশিত যে বিশ্ববিদ্যালয় সে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার দ্বার উন্মোচিত হলো।
তিনি পত্র প্রাপ্তির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, শিক্ষামন্ত্রনালয়ুগবগ ও অন্তরবর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এই অর্জন নওগাঁবাসীর ও নওগাঁর ছাত্রদের যারা অধির আগ্রহে অপেক্ষা করছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর জন্য।


