ডেস্ক রিপোর্টঃ
সারা দেশের ন্যায় নওগাঁতেও ১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার সকাল ১০টার সময় পরীক্ষা শুরু হয় এবং দুপুর ১টায় শেষ হয়।
নওগাঁ জেলা শহরের ৩টি কেন্দ্র সহ জেলার ১০টি উপজেলার প্রতিটিতে ১টি করে মোট ১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় এ বছর মোট ৫৮৬৬ জন পরীক্ষার্থী বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহন করেছে।
পরীক্ষা সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বাহিরে অভিভাবকদের ভীড় ছিল লক্ষ্য করার মত।


