নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নামে একটি ভুয়া ওয়েবসাইট খোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাধারন ডায়েরী (জিডি) দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে, নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৩ সালে প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোন ওইয়েবসাইট খোলা হয় নি। কিন্তু কিছু অসাধু চক্র গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট চালু করে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করছিল। এতে শিক্ষানুরাগী মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা জানান, বিষয়টি জানার পরপরই প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয় এবং থানায় সাধারন ডায়েরী দেওয়া হয়েছে। একই সঙ্গে ভুয়া সাইটের লিংক অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ভুয়া ওয়েবসাইট চালনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শিগগিরই আইনের আওতায় আনা হবে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী বলেন, “আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি অসাধু চক্র ভুয়া ওয়েবসাইট চালু করেছে। এতে সবাই বিভ্রান্ত হচ্ছেন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ইতিমধ্যে থানায় সাধারন ডায়েরী দেওয়া হয়েছে। দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই।”


