জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত দর্শকনন্দিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্ব আসছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
সিজন–৫-এর ৩৩ থেকে ৪০তম পর্ব আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে বঙ্গ অ্যাপে সাবস্ক্রাইব করে দেখা যাবে। এবারের পর্বগুলোর মূল আকর্ষণ— ‘নেহাল’-এর প্রত্যাবর্তন এবং ‘শিমুল’কে ঘিরে রহস্যময় অনুপস্থিতি, যা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
ধারাবাহিকটির এবারের সিজন ঘুরছে দুটি বড় প্রশ্নকে কেন্দ্র করে—
কেন ফিরে এলো নেহাল?
তার এই প্রত্যাবর্তন কি ব্যাচেলরদের জীবনে নতুন মোড় আনবে?
আর শিমুল কোথায়? কবে ফিরবে সে?
পরিচালক অমি বলেন, “নেহালের ফিরে আসার কারণ এবং শিমুলের অনুপস্থিতি—দুটিই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। দর্শকদের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আসন্ন পর্বগুলোতে।”
অন্যদিকে, বঙ্গ কর্তৃপক্ষ জানিয়েছে, “দর্শকদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন এপিসোডগুলো প্রকাশ করা হচ্ছে। আশা করছি, এবারের গল্প দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।”
ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শিমুল শর্মা ও পাভেলসহ আরও অনেকে।
ওটিটি প্ল্যাটফর্মে প্রচারের পর ধারাবাহিকটি চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।


