জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার অনুষ্ঠিত হয়েছে দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে। দীর্ঘদিন ধরেই ‘ইত্যাদি’ স্টুডিওর চার দেয়ালের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে এর ব্যতিক্রমী পর্বগুলো। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও জনজীবনের বৈচিত্র্য দর্শকের সামনে তুলে ধরাই যার মূল লক্ষ্য।
এই ধারাবাহিকতায় কুড়িগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও স্থানীয় শিল্পীদের নিয়ে নির্মিত হয়েছে এবারের পর্ব। এতে অংশ নিয়েছেন খ্যাতিমান ভাওয়াইয়া শিল্পী ভুপতি ভুষণ বর্মাসহ প্রায় ৩০ জন ভাওয়াইয়া শিল্পী। জানা গেছে, এদের মধ্যে ২৬ জন গায়ক ও ৮ জন যন্ত্রশিল্পী রয়েছেন।
এবারের পর্বে শুধু মঞ্চেই নয়, কুড়িগ্রামের ভাওয়াইয়া শিল্পীদের জীবনযাপন ও শিল্পচর্চার দিকটিও তুলে ধরা হয়েছে বিশেষভাবে। দর্শকরা তাই দেখতে পাবেন উত্তরবঙ্গের সুর, মাটি ও মানুষের গল্প এক অন্যরকম আবহে।
শিগগিরই প্রচারিত হবে এবারের ‘ইত্যাদি’ পর্ব। যথারীতি অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।


