দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা জয়া আহসান জানিয়েছেন, ঢালিউডে কাজ কম করার পেছনে রয়েছে কাজের সুযোগের অভাব এবং শিল্পে বিদ্যমান পক্ষপাতের সমস্যা।
সম্প্রতি এক পডকাস্টে জয়া বলেন, “বাংলাদেশে আমি করতে পারি—এমন কাজ পাচ্ছিলাম না। শিল্পের প্রতি ভালোবাসা থেকেই কলকাতায় যাওয়া। অভিনয়ই আমার জীবন, তাই কাজ করতেই হতো।”
তিনি অভিযোগ করেন, “এখানে পরিচালকের বান্ধবী বা স্ত্রী না হলে কাজ পাওয়া কঠিন। আমি এসব সম্পর্কের বাইরে থেকেছি বলেই কর্নারড হয়েছি। কিন্তু কলকাতায় আউটসাইডার হয়েও ভালো চরিত্র পেয়েছি, আমাকে কেন্দ্র করে গল্প বানানো হয়েছে।”

জয়া আরও বলেন, “এখনও অনেক পরিচালক নারীকে কেন্দ্র করে কাজ করতে ভয় পান। তবে অনেক ভালো নির্মাতাও আছেন, যাঁরা চাইলে আমার মতো শিল্পীদের আরও ভালোভাবে ব্যবহার করতে পারতেন।”
সবশেষ জয়াকে দেখা গেছে বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘ফেরেশতে’-তে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক।


