ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায়। মিষ্টি হাসি ও প্রাণবন্ত উপস্থিতির জন্য ভক্তদের প্রিয় এই অভিনেত্রী আজ শুক্রবার উদযাপন করছেন নিজের জন্মদিন। তবে এবারের জন্মদিনে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা—চার দিন আগেই কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই উদযাপনের কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরী। ছবিগুলোতে দেখা যায়, জন্মদিনের কেক কাটার সময় তার পাশে ছিলেন এক তরুণ—নাম অর্ক। মুহূর্তেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন ছড়িয়ে পড়ে, ‘অর্ক কে?’
পরীমণি পরে নিজেই বিষয়টি স্পষ্ট করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, অর্ক একজন মেকআপ আর্টিস্ট, কাজের সূত্রে তাদের পরিচয়। অর্ক ঢাকায় একা থাকেন এবং পরীর বাসার একই এলাকায় থাকেন। পরী লেখেন, “ও খুব ভালো রান্না করে, মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয়। দিন দিন ও আমার কাছে বেশ আহ্লাদি হয়ে গেছে।”
তিনি আরও লেখেন, “ওর এক ছোট আবদারে ওর বাসায় গিয়েছিলাম। গিয়ে দেখি এই চমক! ধন্যবাদ অর্ক ভাই—এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।”
জন্মদিনের দিনেও নিজেকে শুভেচ্ছা জানাতে ভোলেননি এই তারকা। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা—সব কিছু নিয়েই আজকের এই জীবন।”
ভক্তরা বলছেন, “এই তো আমাদের পুরোনো পরী ফিরে এসেছে!”


