জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় গায়কের

আসামের জনপ্রিয় সংগীতশিল্পী ও বলিউডের খ্যাতিমান কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানান, North East India Festival-এ অংশ নিতে সিঙ্গাপুরে অবস্থান করছিলেন জুবিন। সেখানে অবসর সময়ে সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হন তিনি। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।

জুবিন গার্গ মূলত আসামের সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র হলেও সারা ভারতজুড়েই জনপ্রিয় হয়ে ওঠেন। বিশেষ করে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘গ্যাংস্টার’-এর ‘ইয়া আলি’ গানটি তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। গায়কীর পাশাপাশি তিনি সুরকার, গীতিকার এবং অভিনেতা হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে জুবিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “আসাম তার প্রিয়তম সন্তানদের একজনকে হারাল। তাঁর অবদান ভোলার নয়।”

তাঁর অকাল প্রয়াণে ভারতের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বলিউড ও আসামের সহশিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানাচ্ছেন। ভক্তরাও প্রিয় তারকার মৃত্যুতে গভীর শোক ও আবেগ প্রকাশ করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp