জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্যতম প্রিয় চরিত্র শিমুলকে আর দেখা যাবে না বলে শোনা যাচ্ছিল। তবে বিষয়টি পুরোপুরি সত্য নয় বলে জানিয়েছেন অভিনেতা শিমুল শর্মা।
কাজল আরেফিন অমির নির্মিত এই ধারাবাহিকের প্রতিটি চরিত্রই দর্শকের কাছে সমান জনপ্রিয়। নাটকের গল্পে ভিন্ন মাত্রা যোগ করে শিমুলও দ্রুত দর্শকপ্রিয় হয়ে ওঠেন। সিজন পাঁচে বেশ কয়েকটি পর্বে তাকে দেখা গেলেও সম্প্রতি নাটকের ইউনিট সূত্রে জানা যায়, তাকে আপাতত আর দেখা যাবে না।
এ বিষয়ে জানতে চাইলে শিমুল বলেন—
“অনেকে ভাবছেন আমাকে বাদ দেওয়া হয়েছে, বিষয়টা আসলে তেমন নয়। গল্পের প্রয়োজনে আমাকে যুক্ত করা হয়েছিল। কাবিলা ভাইয়ের আম্মা অসুস্থ হয়ে পড়ায় গল্পে আমাকে নোয়াখালী যেতে হচ্ছে। ভবিষ্যতে যদি গল্পে আমার প্রয়োজন হয়, অবশ্যই আবার ফিরবো।”
অন্যদিকে ধারাবাহিকটির নতুন এপিসোডগুলোও দর্শকের দারুণ সাড়া পাচ্ছে। দীর্ঘ বিরতির পর আবার ফিরেছে নেহাল চরিত্র, যেখানে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। এতে নাটকের গল্প আরও জমে উঠেছে বলে মত দর্শকদের।


