সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া জটিল হয়ে যাওয়ায় সরকার উদ্বিগ্ন ও সচেতন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ভিসা জটিলতার মূল কারণ হলো ভুয়া কাগজপত্র দাখিল এবং অনিয়মিত অভিবাসন, যা বাংলাদেশের আন্তর্জাতিক রেপুটেশনের ওপর প্রভাব ফেলছে। “আমাদের ঘর গোছাতে হবে, তবেই সমস্যার সমাধান সম্ভব,” যোগ করেন তিনি।
উপদেষ্টা আরও জানান, সরকার বিষয়টি নিয়ে বিদেশি দেশগুলোর সঙ্গে আলোচনা করছে। জার্মানির উদাহরণ টেনে তিনি বলেন, প্রতি বছর প্রায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী জার্মান ভিসার জন্য আবেদন করেন, কিন্তু দেশটির দূতাবাস বছরে মাত্র ২ হাজার ভিসা দিতে সক্ষম। তিনি জার্মান রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন, ভিসার সংখ্যা কমপক্ষে ৯ হাজারে উন্নীত করার জন্য।
এছাড়া দিল্লিভিত্তিক কিছু দূতাবাসের মধ্যস্থতা ও কড়াকড়ি বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। সমাধানের অংশ হিসেবে, সরকার ভিসা আবেদনের স্থানে বৈচিত্র্য আনার উদ্যোগ গ্রহণ করছে, যাতে বাংলাদেশিরা দিল্লির বাইরে অন্যান্য জায়গা থেকেও আবেদন করতে পারেন।


