যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচের আকাশে হঠাৎই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। রোদে ভরা সৈকতের পাশে, প্যাসিফিক কোস্ট হাইওয়ের কাছে হঠাৎ করেই একটি হেলিকপ্টার ভারসাম্য হারিয়ে আছড়ে পড়ে।
রোববার দুপুরের দিকে ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, হেলিকপ্টারটি প্রথমে ঘড়ির কাঁটার মতো একবার, দুইবার, তিনবার ঘুরতে থাকে। তারপর ধীরে ধীরে নিচে নামতে নামতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ওপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে সৈকতের হাসি ও সঙ্গীতের আবহ বদলে যায় চিৎকার, ধুলো ও আতঙ্কে।
স্থানীয় গণমাধ্যম ‘অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)’ জানিয়েছে, ঘটনাটির ভিডিও ও ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, হেলিকপ্টারটি সৈকতের পাশে গাছের সারিতে আঘাত করে ভেঙে পড়ে।
দুর্ঘটনার পর হান্টিংটন বিচ দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা জানান, আহত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে দু’জন ছিলেন হেলিকপ্টারের যাত্রী এবং বাকিরা পথচারী।
দমকল বিভাগের বরাত দিয়ে আরও জানা গেছে, হেলিকপ্টারটি ছিল স্থানীয় একটি বার্ষিক প্রদর্শনী ‘কার্স এন কপ্টার্স’-এর অংশ। তবে কী কারণে এটি ভেঙে পড়েছে, তা এখনো নিশ্চিত নয়।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।


