হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে বিমানবন্দরের দুই কর্মী নিহত হয়েছেন। তবে দুর্ঘটনাকবলিত প্লেনে থাকা চার ক্রু সদস্য জীবিত রয়েছেন।
স্থানীয় সময় সোমবার ভোর ৩টা ৫০ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮, যা তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এ সি টি পরিচালনা করছিল, হংকংয়ে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। উত্তর দিকের রানওয়েতে নামার সময় প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায় এবং সাগরে ছিটকে পড়ে।
হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগের তথ্যমতে, রানওয়ের পাশে থাকা যানবাহনের দুই গ্রাউন্ড স্টাফকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তারা মারা যান। অন্যদিকে বিমানে থাকা চার ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন।
দুর্ঘটনার পর বিশ্বের অন্যতম ব্যস্ত এই কার্গো বিমানবন্দরের উত্তর রানওয়েটি বন্ধ ঘোষণা করা হয়েছে, যদিও বাকি দুটি রানওয়ে চালু রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় দুর্ঘটনা বিষয়ে সংবাদ সম্মেলন করবে।


