রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য পরিপ্রেক্ষিতে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যের ওপর আরও বড় ধরনের শুল্ক আরোপ করা হবে — এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ট্রাম্প দাবি করেছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন এবং মোদি রুশ তেল কেনা বন্ধ করবেন বলে আশ্বস্ত করেছেন। তবে ভারতের পক্ষ থেকে ওই আলাপের ব্যপ্তি অস্বীকার করা হয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে ইতোমধ্যে উত্তেজনা বাড়ছে; চার মাসে আমেরিকায় ভারতের রপ্তানি প্রায় ৪০ শতাংশের নিচে নামেছে এবং ইতোমধ্যেই কিছু পণ্যে শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার সঙ্গে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতের ওপর চাপ বাড়াচ্ছে—কারণ ট্রাম্প প্রশাসন মনে করে রুশ তেল ক্রয়ই বিনিয়োগ ও রাজস্ব যোগায় যেটা রাশিয়ার যুদ্ধপন্থাকে sustain করছে। পরিস্থিতি কূটনৈতিক ও অর্থনৈতিক পর্যায়ে সংবেদনশীল রূপ ধারন করছে।


