হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস বন্দীদের মৃতদেহ উদ্ধারের জন্য আরও সরঞ্জাম ও কর্মী পাঠাতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ও মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে।
শনিবার এক বিবৃতিতে কাসাম ব্রিগেডস জানায়, তারা অজ্ঞাত দেহাবশেষ থেকে ইসরায়েলকে নমুনা দেওয়ার প্রস্তাব করেছিল, কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করে এবং পরীক্ষার জন্য সম্পূর্ণ মৃতদেহগুলো দাবি করে।
ফলস্বরূপ, শুক্রবার রেড ক্রসের মাধ্যমে তিনজনের অজ্ঞাত মৃতদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়। হামাস বলেছে, এটি তাদের পক্ষ থেকে “বন্দীদের মৃতদেহ উদ্ধারের ফাইলটি বন্ধ করার অংশ” হিসেবে করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, “কাসাম ব্রিগেডস গ্রিন লাইনের ভেতরে শত্রু বন্দীদের মৃতদেহ উদ্ধার কার্যক্রমে প্রস্তুত। আমরা মধ্যস্থতাকারী ও রেড ক্রসকে আহ্বান জানাচ্ছি যেন তারা সকল মৃতদেহ উদ্ধারে প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষিত কর্মী সরবরাহ করে।”
এদিকে, শনিবার ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, এই সপ্তাহে হামাসের হস্তান্তর করা তিনটি মৃতদেহের কেউই বন্দী ছিল না। ইসরায়েল দাবি করেছে, এই ঘটনা মার্কিন-মধ্যস্থতাকৃত যুদ্ধবিরতি চুক্তিকে দুর্বল করতে পারে।
উল্লেখ্য, গাজায় চলমান সংঘাতের মধ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দী বিনিময় ও মৃতদেহ উদ্ধারের বিষয়টি সম্প্রতি আন্তর্জাতিক আলোচনার অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে।
সূত্রঃ আল-জাজিরা


