বৈধ কাগজপত্র ভিসা বা পাসপোর্ট ছাড়াই ভারতীয় প্রেমিকের কাছে যেতে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে দেশটিতে প্রবেশ করেছিলেন বাংলাদেশের বগুড়া জেলার বগুড়ার এক নারী। এসময় প্রেমিকসহ সেই নারীকে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী-বিএসএফ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা করেছে।
ভারতীয় মিডিয়া এনিডিটিভির খবরে বলা হয়েছে, ৩৫ বছর বয়সি ওই বাংলাদেশি নারী এর আগে ভারতের মুম্বাইয়ের একটি বিউটি পার্লারে এবং পরে বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানেই তার পরিচয় হয় কর্ণাটকের বিদার জেলার বাসিন্দা দত্ত যাদবের সঙ্গে। পরিচয় থেকে ঘনিষ্ঠ সম্পর্ক, এরপর প্রেম—এই সূত্রে গড়ে ওঠে তাদের যোগাযোগ। চলতে থাকে প্রেমের ঘনিষ্ঠ সর্ম্পক। উভয়ের সমঝোতায় ওই নারী বাংলাদেশে ফিরে আসে। কিন্তু পেশায় ঠিকাদার প্রেমিক যাদব তাকে আবার ভারতে নিতে উদ্যোগ নেন। ফলে ওই নারী কোনো বৈধ কাগজপত্র ছাড়াই গত বুধবার ত্রিপুরা সীমান্ত অতিক্রম করেন।
বিএসএফের সন্দেহ হলে ত্রিপুরার সিপাহিজলা জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ওই নারী ও তার প্রেমিককে আটক করা হয় এবং পরে ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। ভারতীয় পুলিশ সূত্রে জানা গেছে, তারা আগরতলা হয়ে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
গত শুক্রবার (১১ জুলাই) তাদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জন্য বিচারিক হেফাজতের নির্দেশ দেন। তাদের বিরুদ্ধে ভারতের পাসপোর্ট আইন, বিদেশি নাগরিক আইন এবং নতুন ফৌজদারি বিধি ‘ভারতীয় ন্যায় সংহিতা’র আওতায় অভিযোগ আনা হয়েছে।
ত্রিপুরা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ ঘটনায় কারা এপারে (ভারতে) সাহায্য করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এটি কোনো মানবপাচার চক্রের সঙ্গে জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হবে। প্রয়োজনে পরে তাদের রিমান্ডে নেওয়া হতে পারে।’
তবে ওই নারীর বাংলাদেশের কোন ঠিকানা পাওয়া যায়নি। তবে সে বগুড়া জেলার নারী বলে নিশ্চিত করেছে ভারতীয় পুলিশ।


