
ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৬ জন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সোমবার (২৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে। হুথি-অনুমোদিত আল মাসিরাহ টিভি জানায়, রোববার সানার একটি তেল স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়। অন্যদিকে, ইসরায়েলের দাবি তারা রাজধানীতে একটি প্রেসিডেন্ট ভবন লক্ষ্য করে আঘাত হানে।
হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় চলমান অবরোধ ও হামলার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে এই আগ্রাসন চালানো হয়েছে। তাদের অভিযোগ, “এই হামলা প্রমাণ করে আমেরিকার সমর্থন নিয়ে ইসরায়েল প্রকাশ্যে আরব ও মুসলিম জাতির বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে।”
ইসরায়েল জানিয়েছে, রাষ্ট্র ও নাগরিকদের ওপর হুথিদের পুনঃপুন আক্রমণের জবাবেই এ অভিযান। এতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
এদিকে ইয়েমেনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি একে আরব সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।