
নেপালে চলমান অস্থিরতা ও রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে সেনা প্রধান অশোক রাজ সিগডেলের সঙ্গে বৈঠকে বসেছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি ও রাজতন্ত্রপন্থী নেতা দুর্গা প্রসাই। জেন-জি আন্দোলনের তরুণরা অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কিকেই চান।
বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভদ্রকালীর সেনা সদর দপ্তরে পৌঁছান শিক্ষাবিদ ও সাবেক প্রধান বিচারপতি কার্কি। একইসঙ্গে সেনা প্রহরায় সেখানে যান রাজতন্ত্রপন্থী ব্যবসায়ী নেতা দুর্গা প্রসাই। বৈঠকে সরকার গঠনের প্রক্রিয়া ও রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেনা সদর দপ্তরের বাইরে বিপুল সংখ্যক জেন-জি আন্দোলনকারী, সাংবাদিক ও চিত্রসাংবাদিক জড়ো হয়েছেন। বৈঠকের ফলাফল জানার অপেক্ষায় সেখানে উত্তেজনা বিরাজ করছে।
এর আগে বুধবার পাঁচ ঘণ্টার বৈঠকে জেন-জি প্রতিনিধিরা সিদ্ধান্ত নেয়, অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবেন কার্কি। কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ ও ধরান মেয়র হরকা সামপাংও তাকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন।
তবে সেনা সদর দপ্তরের বাইরে আন্দোলনকারীরা এখনো বলেন্দ্র শাহের সমর্থনে স্লোগান দিচ্ছেন। এ নিয়ে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটলে সেনারা মাইকে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন।
অন্যদিকে, সেনা প্রধানের সঙ্গে বৈঠকের আগে এক বিবৃতিতে দুর্গা প্রসাই জানান, তিনি ক্ষমতার লোভী নন। দেশের মঙ্গলের জন্য যে নেতৃত্ব আসবে, তাকে পূর্ণ সহযোগিতা করবেন।
এদিকে, দুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়েছে। জাতীয় ব্যাংকও সব শাখাকে কার্যক্রম শুরু করতে নির্দেশ দিয়েছে। তবে পূজা উৎসব সামনে থাকায় ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ২৮ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে।