ইসরায়েলের বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হুতিদের একযোগে হামলা

ইসরায়েলের রামন বিমানবন্দর এবং নেগেভ মরুভূমির একটি সামরিক স্থাপনায় একযোগে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি সশস্ত্র বাহিনী। সোমবার (১৫ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনি সেনা ও সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় বলেন, চারটি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। এর মধ্যে তিনটি ড্রোন উম্ম আল-রাশরাশ (আইলাত) অঞ্চলের রামন বিমানবন্দরকে আঘাত করে এবং একটি ড্রোন নেগেভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় হামলা চালায়।

সারির দাবি, সবগুলো ড্রোনই নির্ধারিত লক্ষ্যে সফলভাবে আঘাত হেনেছে।

তিনি আরও বলেন, “ইসরায়েলি আগ্রাসন কখনোই ইয়েমেনের সংকল্প দুর্বল করতে পারবে না কিংবা ফিলিস্তিনের প্রতি সমর্থন থামাতে পারবে না। ইয়েমেন তার ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করছে এবং সাহসিকতার সঙ্গে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করবে।”

মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি ইয়েমেনের অবস্থানকে দুর্বল করার সব প্রচেষ্টা অতীতের মতো এবারও ব্যর্থ হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp