
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, শুল্ক কমানো না হলে ভারতের সঙ্গে ব্যবসা করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে উঠবে। ভারতের বাজারে প্রবেশ সীমিত রেখে তারা সবকিছু যুক্তরাষ্ট্রকে বিক্রি করছে, কিন্তু সামান্য ভুট্টাও আমদানি করতে চায় না—এমন অভিযোগ তুলেছেন তিনি।
লুটনিকের এই মন্তব্য সোমবার (১৫ সেপ্টেম্বর) ভারতের বার্তাসংস্থা পিটিআই থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
লুটনিকের বক্তব্যের মূল বিষয়
- ভারতের ১৪০ কোটি মানুষের বাজারে মার্কিন পণ্য প্রবেশ সীমিত।
- ভারত যুক্তরাষ্ট্রের কাছে সবকিছু বিক্রি করছে, কিন্তু সামান্য ভুট্টাও কিনতে চায় না।
- শুল্ক কমানো না হলে মার্কিন কোম্পানির জন্য ভারতের সঙ্গে ব্যবসা করা কঠিন হয়ে যাবে।
- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছেন—“শুল্ক কমাও, আমাদের যেমন ব্যবহার করো, আমরাও তেমনি ব্যবহার করব।”
লুটনিক বলেন, “ভারত আমাদের কাছে সবকিছু বিক্রি করছে, অথচ নিজেদের বাজার বন্ধ রেখেছে। বছরের পর বছর অন্যায্য আচরণ চলতে থাকলে আমাদের পাল্টা শুল্ক দিতে হবে।”
ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক, যা যুক্তরাষ্ট্র মনে করছে, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে ভারত সহায়তা করছে।
যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারি ভারতের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন চাপ তৈরি করতে পারে। শুল্ক কমানো না হলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও জটিল হয়ে পড়তে পারে।