ইসরায়েল সরকারের সঙ্গে সম্পর্কিত একটি সন্ত্রাসী নেটওয়ার্কের ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ অক্টোবর) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিম প্রদেশ খুজেস্তানে এই সাজা কার্যকর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি।
সংস্থাটি জানায়, দণ্ডপ্রাপ্তরা একাধিক সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে চারজন নিরাপত্তা সদস্যকে হত্যা এবং খোররামশাহরে বোমা হামলার অভিযোগ ছিল। ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে আরও তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।
জাতীয় নিরাপত্তা জোরদারে ইরান সাম্প্রতিক সময়ে গোয়েন্দা কার্যক্রমে কঠোরতা বাড়িয়েছে। গত সপ্তাহে গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানান, গুপ্তচরবৃত্তির শাস্তি বৃদ্ধি ও বেসামরিক ড্রোন ব্যবহারে নিয়ন্ত্রণ সংক্রান্ত দুটি নতুন আইন অনুমোদিত হয়েছে। এই আইন শরিয়াহ নীতি ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় বলে নিশ্চিত করেছে কাউন্সিল।
গার্ডিয়ান কাউন্সিলের তথ্য অনুযায়ী, ইসরায়েলের চাপানো সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধ চলাকালেই এসব আইন সংসদে পাস হয়। আনুষ্ঠানিকতা শেষে এখন তা প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষায় আছে।
চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনব্যাপী সংঘাতে উভয় পক্ষই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে ইরানের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ শতাধিক মানুষের মৃত্যু হয়। যুদ্ধের পর ইরান ঘোষণা দেয়, ইসরায়েলের সহযোগিতার অভিযোগে সন্দেহভাজনদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। এরপর থেকেই দেশটিতে একাধিক গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।


