‘মিনি কক্সবাজার’ খ্যাত নওগাঁর সদর উপজেলার হাঁসাইগাড়ী বিলে ভাসমান ফিশারিজ বেইজড ইকোট্যুরিজমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আরএমটিপি (মৎস্য) নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ “শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আর্থিক ও কারিগরি সহযোগিতায় মৌসুমী’র উদ্যোগে ইকোট্যুরিজমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর আরএমটিপি প্রকল্পের সেক্টর ভ্যালু চেইন স্পেশালিষ্ট (ফিশারিজ) ইব্রাহীম আলম। এসময় উপস্থিত ছিলেন, মৌসুমী’র নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবাল, উপ-নির্বাহী পরিচালক এরফান আলী, উপ-সহকারী পরিচালক (কর্মসূচি) লিয়াকত আলী, মৌসুমী আরএমটিপি প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার আব্দুর রউফ পাভেল। এসময় মৌসুমী আরএমটিপি প্রকল্পের ভিসিএফ ফিরোজ হোসেন বলেন, পিকেএসএফ এর আরএমটিপি প্রকল্পের মাধ্যমে স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী কর্তৃক ভাসমান এই রেস্টুরেন্টে নৌকা ভ্রমণ ও বিনোদনমূলক কর্মকান্ডের মাধ্যমে ফিশারিজ বেইজড ইকোট্যুরিজম উন্নয়নের লক্ষ্যে কাজ করা হয়েছে। জেলায় ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আমাদের প্রত্যাশা, এই ভাসমান রেস্টুরেন্ট বিকল্প আয়ের উৎসের পাশাপাশি ভ্রমণ পিপাসুদের মনের খোরাক জোগাবে এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরত্বপুর্ণ ভূমিকা পালন করবে।


