সরিষাবাড়ী সংবাদদাতাঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরিষাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার সরিষাবাড়ী পৌর এলাকার উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হয় কুরআন তেলাওয়াতের মাধ্যমে ।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ হাবিবুর রহমান ফারুক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আবদুল আওয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, মোহাম্মদ আলী জিন্নাহ, মজিবর রহমান, চান মিয়া, রায়হান আলী ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনী কার্যালয় জনগণের সঙ্গে যোগাযোগ জোরদার, নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির বার্তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে। তারা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শেষে দেশ, জাতি ও নির্বাচনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।


